ডাক্তার
--------------------------------
----------শিব পদ রায়
ডাক্তারী সুসৃঙ্খল সেবামূলক কাজ,
ব্যবহারে রোগীর মনোবল বিরাজ।
চিকিৎসক হবেন বন্ধু, সহপাঠী স্বজন,
মনে হবে তিনি আমার কত আপন।

যাকে দর্শনে রোগ অর্ধেক নিরাময়,
আচরণ প্রকাশিত মায়া মমতায়।
অভয়বাণী অহরহ বিরাজমান,
তিনিতো মানবতার সেবক হবেন।

হাত যশ খ্যাতি খুব চেষ্টার ফলন,
যিনি নিয়ন্ত্রক সবই তার অবদান।
ইচ্ছা যার প্রবল তার খ্যাতি সর্বত্র,
নিজের উপর আস্থা রাখবে পবিত্র।

মানুষ হয়ে মানুষের সেবা পরম ধর্ম,
আত্মোপলব্ধি ধ্যান জ্ঞানে বুঝবে মর্ম।
নামেই কৃষ্ণ প্রবল ভক্তি যুক্ত মনে,
সাফল্য দ্বারপ্রান্তে সুনাম সর্বক্ষণে।

            তাং- ১৬/০৪/২৪ ইং
     শিরোমণি, ডুমুরিয়া, খুলনা।