ঢোল
-------------------------
-------শিব পদ রায়
ঢুলি যে বাজায় ঢোল,
বাজনার তালে তাল।
মাথার ঐ লম্বা চুল,
নেড়ে উতাল পাতাল।

ঢাকির কাঠির দ্বারা,
মুখে বোল ঢোলে সাড়া।
তাক ধি না ধিন বলে,
ঝাঁঝ বাঁশি করতালে।

ঢোল সানাই বাজিয়ে,
উদাস মন মাতিয়ে।
দেয়  হৃদয় জুড়িয়ে,
যাই সবই ভুলিয়ে।

সানাই করে পাগল,
আবেগ উল্লাসে ঢোল।
বরকণের স্বীকৃতি,
প্রাপ্তির আনন্দে মাতি।
তাং- ১০/০২/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।