ধনকুবের রতন টাটা
------------------------------------
-------শিব পদ রায়
ধনকুবের রতন টাটার জীবন,
নয় অক্টোবর মুম্বাইয়ে অবসান।
ভারতে শিল্পজগতে উজ্জ্বল নক্ষত্র,
টাটাগ্রুপে আধিপত্য সম্মাননা ক্ষেত্র।

পান পদ্মবিভূষণ ও পদ্মভূষণ,
বিপুল সম্পদের সিংহ ভাগই দান।
নিজে সম্পদ না গড়ে টাটা ট্রাস্টে দেন,
ছয় লাখ ষাট হাজার কর্ম সংস্থান।

দরিদ্র পরিবারে জন্ম বাবা নাভাল,
প্রথম মাতৃগর্ভে ভূমিষ্ট স্বর্ণোজ্জ্বল।
এয়ারলাইন্স, গাড়ি তৈরি,কেমিক্যাল,
প্রতিরক্ষা মহাকাশ টেলিফোন স্টিল।

ইঞ্জিনিয়ারিং,বিদ্যুৎ,স্বাস্থ্য,তথ্যপ্রযুক্তি,
রিয়েল এস্টেট,খাবার পাণীয় শক্তি।
বিদেশে পড়াশোনা সাদামাটা মনের,
স্বীয় কোম্পানীর গাড়ি, বিমান চালান।

লরি প্রাইভেট কার বানিয়ে বিশ্বজয়,
মানুষের মনে আস্থা অর্জনে বিস্ময়।
উনিশ শত একানব্বই টাটা গ্রুপে,
চেয়ারম্যান সুনির্বাচিত বীরদর্পে।

শত দেশে ব্যবসা শতাধিক কোম্পানি,
চারশত বিলিয়ন ডলার মার্কিনী।
ভারতে সর্ববৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান,
দেশীয় প্রযুক্তি ব্যবহারে অবদান।

তিনি ছিলেন চিরকুমার আজীবন,
সুশ্রী কাউকে বিয়ে করতে পারতেন।  
বিবাহ করতে গিয়ে ব্যর্থ চারবার,
ঘটনা প্রেক্ষিতে বিয়েভীতি ছিল তার।

ছিয়াশি বছরে সশ্রদ্ধ রতন টাটা,
সৃষ্টিকর্তার অশেষ ভাগ্যবান ব্যাটা।
সকলের মণিকোঠায় জায়গা নেন,
বিদায়ে মানুষ স্মরিবে সারাজীবন।

ভারত হারালো এক উজ্জ্বল নক্ষত্র,
অপূরণীয় ক্ষতি নহে পূর্ণ বিন্দুমাত্র।
বিশ্ববাসী কাঁদিয়ে তিনি চলে গেলেন,
স্বর্গবাসী হবেন সহায় ভগবান।

    তাং- ১৪/১০/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।