ধৈর্য
-------------------------
-----------শিব পদ রায়
ধৈর্যের অশেষ গুণ করতে হবে ধারণ
ঘটলে সামান্য ধৈর্যচ্যুতি,
লক্ষ্যভ্রষ্ট হবে জানি পাল্টে যাবে ছন্দখানি
মূল লক্ষ্যই হবে বিচ্যুতি।
ধীর স্থির থাকে যারা অভিলক্ষ্যে পৌঁছে তারা
মাত্রাতিরিক্ত ভালোতো নয়,
তিনি যদি রেগে যান আপনি হেরে গেলেন
বিপদে ধৈর্যের পরিচয়।
যখনই দু:সময় ঘনঘোর পায় পায়
ভেঙে না পড়ার আহবান,
সুকৌশলে অগ্রসর কেটে যাবে অন্ধকার
সাহায্য করবে ভগবান।
যার সাথে কেহ নাই অনাদি গোবিন্দে ঠাঁই
ফেলে না ঈশ্বর তারে কভূ,
করে সদা সমাধান অনন্তের গুণ গান
রক্ষা করে স্বয়ং স্রষ্টা প্রভূ।
তাং-১৩/০৩/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।