ধৈর্য্যের পরীক্ষা
-------------------------------------
-------শিব পদ রায়
জীবনে বাঁচতে হলে ধৈর্য্য ধরবে কৌশলে
পরীক্ষা দিতে হবে নিশ্চয়,
প্রত্যেকটা পদক্ষেপে পরিস্থিতি ভেবে ধাপে
সহজে সমাধান বর্তায়।
সহিলে পরে সম্পত্তি বিপরীতেই বিপত্তি
অতীব সঠিক কথা বটে,
ঘটনার ঘনঘটা কপালে ঘটায় স্রষ্টা
ধৈর্য্যশীল টিকে থাকে বাটে।
সত্য ও ন্যায়ের পথে কষ্টে দিন কাটে সাথে
তাতেও আনন্দে বিমোহিত,
সততার আছে জয় মনে থাকে নাতো ভয়
জনম জনম অতিবাহিত।
যার আছে মানবতা হবে তার সফলতা
অধ্যবসায়ী আর সংযমী,
সবুরে মেওয়া ফলে যাবে না কভূ বিফলে
সবশেষে জয়ী হবে তুমি।
তাং-০৪/০২/২৫ ইং