দেশকে ভালবাসি
---------------------------------
-------শিব পদ রায়
আমি আমার দেশকে বড় ভালবাসি,
সবুজের বুকে তাই শেফালীর হাসি।
মাঠে মাঠে ফসল ফলে সোনালী ধান,
চাষির মুখে কেবল গান আর গান।
প্রতিদিন পাখি ডাকে নিত্য প্রাতঃকালে,
সেই কলকাকলীতে ঘুম ভাঙ্গে তালে।
কত যে মধুময় মূহুর্ত এ সকাল,
মৃদুমন্দ বাতাস বহিছে চিরকাল।
প্রত্যহ চলাফেরা খুব আনন্দ লাগে,
রাস্তায় মনের মাঝে শিহরণ জাগে।
কি মধুর সময় কাটে সতীর্থের সাথে,
একসংগে মত বিনিময়ে মন মোর মাতে।
সময়ে আদান-প্রদান নিত্যনতুন,
হাসিখুশি থাকি সবে শুধু বিনোদন।
আমাদের দেশটা সব দেশের সেরা,
আবহাওয়া জলবায়ু উন্মুক্ত ধারা।
তাং- ১১/১২/২৪ ইং