দেবী বন্দনা
--------------------------
---------শিব পদ রায়

মাতা সরস্বতী দেবীর বন্দনা করি,
বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তোমায় স্মরি।
তুমি মোর কন্ঠেতে স্মরণ হয়ে থাকো,  
মানুষ হতে পারি তেমন করে রেখো।

জ্ঞানের আলোয় উদ্ভাসিত হোক ধরা,
তব কাছে চাওয়া পাওয়া নিত্যধারা।
ভক্তের বাঞ্চা পূরণ করো মা সরস্বতী,
নিত্য যারা কষ্ট করে হোক তব মতি।

মা যথার্থ দিবা এ দিবা ঘোর রজনী,
অজ্ঞান নাশি প্রজ্জ্বলিত হোক ধরণী।
ছাত্র অধ্যয়ন তপস্যা মায়ের কাছে,
ভালো কর্ম ভালো ফল দিবেন মা পিছে।

তুমি বিদ্যাপতি জানাই তাই প্রনতি,
গ্রহণ করো বহু মানুষের আকুতি।
তোমাতে কামনা করিও আশা পূরণ,
জগতে প্রতিষ্ঠিত হোক তব বচন।
  তাং- ১৪/০২/২৪ইং
  চুকনগর, ডুমুরিয়া, খুলনা।

ভালোবাসা দিবস
------------------------------
--------শিব পদ রায়
আজই বিশ্ব ভালবাসা দিবস,
অকৃত্রিম ভালবাসবো বিশ্বাস।
ভালবাসায় রবে মমত্ববোধ,
একে অপরে জন্মাবে শ্রদ্ধাবোধ।

মা বাবা ভাই বোনের ভালবাসো,
দূরে নয় সব কাছে নিয়ে এসো।
দিতে হবে সদালাপ সুবচন,
আঘাত অসন্তুষ্টি করি বর্জন।

স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক,
প্রেম বর্ষনে সিক্ত নয় বিতর্ক।
সাংসারিক জীবনে আসুক শান্তি,
ভালোবাসা দিবসে সবার প্রাপ্তি।
    তাং- ১৪/০২/২৪ ইং
   চুকনগর, ডুমুরিয়া,খুলনা।

...