দেবাদিদেব
-------------------------------
---------শিব পদ রায়
চৈত্র মাসে নিরামিষ খেতে হয়,
জল দেবে মহেশ্বরের মাথায়।
তিনিই হলেন নিরাকার ব্রহ্ম,
তাঁকে সেবা করাই পরম ধর্ম।
সদা বলা হয় শম্ভূ মহেশ্বর,
তিনি দেবাদিদেব পরমেশ্বর।
কখনোও আবার ত্রিলোকেশ্বর,
যিনি জটাধারী নীলকন্ঠ যার।
অনন্ত অসীম তুমি হলে আদি,
কৃপা করো ত্রিনয়ণী তব সাধি।
তুমি মহাপ্রলয় তুমি যে সৃষ্টি,
ভক্তের উপর রাখো কৃপাদৃষ্টি।
জগত দাতা আবার পরিত্রাতা,
মুক্তির মহামন্ত্র চির বিধাতা।
তুষ্ট বেলপত্র,ধুতুরা, ভাটফুলে,
ব্রহ্মাণ্ডে মুক্তি দাতা মানব কূলে।
তাং- ০১/০৪/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।