দায়িত্ব
-----------------------
--------শিব পদ রায়
নিজের উপর অর্পিত কর্ম পালন,
সঠিক ভাবে কার্য সমূহ সম্পাদন।
সবার অভিজ্ঞতা আদৌ সমান নয়,
পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে বোঝায়।

দায়িত্বশীল যিনি দর্শনে দৃশ্য মান,
কাজের অগ্রগতিতেই হয় প্রমান।
কে কোথায় পারফেক্ট হবে  করে দেখ,
পারফরম্যান্সকারী প্রদর্শনে শেখো।

অভিলক্ষার্জনে দিনরাত কর্মরত,
ঐক্যের সাধনায় থাকো কর্তব্যরত।
দায়িত্ব আপনি আসবে দোরগোড়ায়,
প্রাধান্যতা প্রাপ্য হবে সহমর্মিতায়।
        তাং- ০৭/০১/২৪ ইং
       চুকনগর, ডুমুরিয়া, খুলনা।