দামোদর মাস
--------------------
-------শিব পদ রায়
দাম অর্থ রশি ও উদর অর্থ পেট,
যশোদা কর্তৃক পেটে রশি বন্ধন সেট।
কার্তিক মাস দামোদর পালতে হয়,
ভগবান কৃষ্ণের কৃপা পাওয়া যায়।
সন্ধ্যা পর্যন্ত কৃষ্ণকে দড়ি বাঁধলেন,
ব্রজবাসী সন্ধ্যায় প্রদীপ দেখালেন।
দীপ দর্শনে দামোদর আকৃষ্ট হন,
ব্রজবাসীর আরতিতে সন্তুষ্টি পান।
একবার প্রদীপ প্রদর্শন করলে,
একশকোটি অশ্বমেধ যজ্ঞ লভিলে।
ষোল হাজার একশ মহিয়সী মধ্যে,
কৃষ্ণের হাত ধরে সত্যভামা সান্নিধ্যে।
পূর্ব জন্মে হরিদ্বারে দেবশর্মা পুত্রী,
গুরুকূলে চন্দ্রশর্মা হলেন স্বামী স্ত্রী।
আতপ চাউলে ঘিযুক্ত অন্ন খাবার,
আলু কুমড়া কলা সন্দপ লবন আহার।
সন্ধ্যাকালে চরণে চার নাভিতে দুই,
মুখমন্ডলে তিন সর্বাঙ্গে সাত ঘুরাই।
দ্বারকায় সত্যভামা কৃষ্ণ পাশে বসে,
গল্পছলে প্রভূ কেন তাকে ভালবাসে।
প্রভূ বলে পিতাস্বামী কাঠ আহরণে,
দেহ রাখেন রাক্ষসে একান্ত ভোজনে।
তুমি একা করেছ দামোদর পালন,
দেহ রাখো সেখানে শীতে করতে স্নান।
ব্রত পালনে গোবিন্দ কৃপা প্রার্থী হও,
স্ত্রীরূপে অধিক মর্যাদা এ জন্মে পাও।
তাই এখনি এই ব্রত পালিবে সবে,
অপরকে উৎসাহ যোগাও ভালো হবে।
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।