দাদুভাইগন
--------------------------------------
-------শিব পদ রায়
দুই দাদু আসছিলেন চুকনগরে,
আনন্দঘন সময়টুকু পার করে।
সার্বক্ষনিক বিনোদনে কেটেছে ক্ষণ,
স্বীয় কর্মে ধরেছে ওদের মনপ্রাণ।
অল্প হলেও মোবাইলে ছিল আসক্তি,
ভিন্ন খেলার সরঞ্জামে আকৃষ্ট ভক্তি।
মঙ্গলে দ্বাদশীযুক্ত একাদশী ব্রতে,
দাদুগন নিমগ্ন ছিলেন উপবাস মতে।
বুধে প্রাতে পারন মন্ত্রে পারন শেষ,
সকালে নিরামিষ আহার অবশেষ।
তারপরে দাদুদের গাড়ি যাত্রা হয়,
শাহপুর হয়ে মু্হসিন মোড়ে যায়।
শিরোমণি পৌঁছাতে লাগেনিতো সময়,
কিছুটা হলেও হলো মত বিনিময়।
দাদু দিদিমার সনে অনেক কথন,
আদরেতে ভোলে বাবামায়ের যতন।
চাওয়া পাওয়া যা কিছু ওদের জন্য,
দাদুগন সুস্থ থাকলে সেটাই গন্য।
যা কিনতে হবে দুটো জিনিস বটে,
তাতেই সন্তুষ্ট সারাক্ষণ ভালো কাটে।
এক বিছানায় নিদ্রা দাদুদের সনে,
গান বাজনা সবই চলে ঐক্যমনে।
মানুষ হউক সবার কাছে প্রার্থনা,
ঈশ্বর যেন ভালো রাখে সেই কামনা।
তাং- ২০/০৬/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।