দাদুর জন্মদিনে
----------------------------------
-------শিব পদ রায়
অভ্রদীপ দাদুর জন্মদিনে,
ঊনত্রিশ এপ্রিল শুভলগ্নে।
সকলের আশির্বাদ কামনা,
মানুষ হোক ঈশ্বরে প্রার্থনা।
তৃতীয় শ্রেণিতে অধ্যয়নত,
লেখাপড়ায় মতি অবিরত।
মনোযোগী হউক সাধ্যমত,
সবার আশীষ হয়গো প্রাপ্ত।
দাদুভাই যেন সদালাপনে,
অগ্রগামী হয় ইচ্ছাপূরণে।
কর্তব্যকর্মে হয় নিষ্ঠাবান,
মনভরে চাই সে আবেদন।
মনটি যে তার অতি সরল,
ভক্তি প্রীতি হোক কৃষ্ণপ্রবল।
পায়গো স্পর্শ রাতুলচরণ
বাবা মায়েরই স্বপ্নপূরণ।
তাং- ২৯/০৪/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।