দাদুগন
-----------------
------শিব পদ রায়
বড়দাদু খুবই ভাল মানুষ
পড়াশুনা করে তৃতীয় শ্রেণিতে,
লেখাপড়ায় সে বেজায় মেধাবী
গানবাজনা ক্লাসিকাল রীতিতে।

ইমন রাগেতেই দখল বেশি
খেয়াল পরিবেশন তার লক্ষ,
দু একটি গান ছন্দ তালে তান
অর্জন করার ইচ্ছা অভিলক্ষ।

ছোট দাদু আমার নিরেট ভদ্র
বই পড়ার উপর তীব্র ঝোঁক,
ফল খাওয়াই তার পেশা নেশা
সর্বকার্যে তার বিজয় হোক।

গান করে মন খুলে চমৎকার
শুনে সবে মুগ্ধ হয় তালে তালে,
মনুষ্যপ্রতি দরদ তার ঢের বেশ
সবার সাথে থাকতে চায় মিলে।
         তাং- ২১/১২/২৩ ইং
       চুকনগর ডুমুরিয়া, খুলনা।