ক্রিকেট খেলা
----------------------------------
--------শিব পদ রায়
ক্রিকেট খেলা মজার খেলা মহারণে,
দুই দলমধ্যে  তুমুল যুদ্ধ আপ্রাণে।
ভারত অষ্ট্রেলিয়া প্রতিযোগিতা তুঙ্গে,
ফাইনালে উঠবে কে লড়াকু প্রসঙ্গে।

আলোচিত চ্যাম্পিয়ন ট্রফি চারিদিকে,
কে সেই ভাগ্যবিধাতা আশায় প্রত্যেকে।
কঠিন প্রতিপক্ষ করছে মোকাবিলা,
জিতবে যে সে খেলবে ফাইনাল খেলা।

ধৈর্য ও ঠান্ডা মাথায় ভারত খেলেছে,
দ্রুত রোহিত ও গিল আউট হয়েছে।
বিরাট কোহলি শ্রেয়াস জুটি ঐক্যতে,
দলকে নিয়ে গেল জয়ের দ্বারপ্রান্তে।

অলরাউন্ডার প্যাটেল সঙ্গ দিয়েছে,
রাহুল ও ঝড়ো হার্ড্রিক তুলে মেরেছে।
অস্ট্রেলিয়াকে হারিয়ে হিসাব নিকাশে,
চ্যাম্পিয়নস ট্রফির হাতছানি বক্সে।

     তাং-০৪/০৩/২৫ ইং