ছুটির দিনগুলি
----------------------------------
----------শিব পদ রায়
ছুটির দিনগুলি সত্যিই মধুময়,
যদি সেটি প্রকৃত কাজে লাগানো যায়।
বন্ধ সময়টুকু একটু ঘোরা যায়,
তবে ভ্রমণ যেন তাৎপর্যপূর্ণ হয়।

কত সামাজিক ক্রিয়াকর্ম হচ্ছে বটে,
না হয় কিছু সময় দিলে অকপটে।
সবার সংগে ভাবের আদানপ্রদান,
বহুদিনের দেখা হওয়া কতজন।

পূর্ণতা আসবে যদি কষ্ট করা যায়,
অনেক অর্জিত পরষ্পর পরিচয়।
প্রিয় মানুষ গুলো হয়গো আরো প্রিয়,
অজানা ইতিবৃত্ত উদঘাটিত হয়।

গুরুত্বপূর্ণ না হলে ছুটি পার কষ্ট,
অনাদর অবহেলায় সময় নষ্ট।
ছুটির দিন কাজে আসুক করি চেষ্টা,
সময় সুযোগ ব্যবহারে হই নিষ্ঠা।

     তাং- ১৫/০৪/২৪ ইং
  শিরোমণি, ডুমুরিয়া, খুলনা।