ছুটি
-------------------------------
----------শিব পদ রায়
কি আনন্দ কি আনন্দ
আজকে মোদের ছুটি,
সর্বক্ষেত্রে ঘুরে ঘুরে
বেড়াই যে বেঁধে জুটি।
মামার বাড়িতে যাব
মামীর হাতের রান্না,
দুধভাত কলা দিয়ে
করবো কত বায়না।
ছুটি হলে ঘোরাঘুরি
সবার সাথে মিলবো,
মনের আশা মিটিয়ে
তাল মিলিয়ে চলবো।
ছুটিতে আত্মীয় বাড়ি
ঘুরতে ইচ্ছে সবার,
নেচে নেচে হৃদয় দোলে
অনাবিল পুরষ্কার।
তাং- ১১/০৩/২৪ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।