ছোট্ট দাদুর জন্মদিন
---------------------------------
---------শিব পদ রায়
ছোট্ট দাদুর জন্মদিন হলো
ষোলই ডিসেম্বর,
সবার কাছে প্রার্থনা জানাই
আশীষ পুরষ্কার।

সবে পাঁচ বছর হলো পূর্ণ
স্কুলমুখী প্রচেষ্টা,
সামনে হাটি হাটি পা পা করে
হবে কর্তব্যনিষ্ঠা।

মনেপ্রাণে দারুণ অভিব্যক্তি
লেখাপড়ায় মন,
সকলের সাথে তাল মিলিয়ে
বিদ্যালয়ে গমন।

আশির্বাদ করি মানুষের মত
মানুষ হওগো ভবে,
বাবা মায়ের আশা পূরণেই
দেশ কল্যানে যাবে।

   তাং-১৬/১২/২৪ ইং