চোখ কান খুলে চলা
---------------------------------
-------শিব পদ রায়
চোখ কান খুলে চলা উচিত
বিপদ এসে যায়,
বুদ্ধিমত্তার সাথে মোকাবিলা
চলো সতর্কতায়।
পদে পদে মনুষ্য বিপর্যয়
আপন ভাবো যাকে,
সে করবে চরম ক্ষতি তব
বুঝবে পরে তাকে।
যার শত্রু তা ঘরের কোণায়
দূরে যেতে হয় না,
বিপদে আপদে পাড়া পড়শী
বাঁধায় দূর্ঘটনা।
সদ্ভাব সম্প্রীতি বুঝে রাখবে
করো না অবহেলা,
উপকার করেও অপকার
কলিকালের খেলা।
সতর্ক থাকলে এড়ানো যায়
বহু বিপদাতঙ্ক,
সর্বনাশেরই অর্ধেক ভালো
হিসাবেরই অঙ্ক।
ভাগ্য বিড়ম্বনা আনে বঞ্চনা
ক্ষতির সম্ভাবনা,
চোখ কান খুলেও মানায় না
ঘটবে সে ঘটনা।
তাং-০৮/১১/২৪ Pass
চুকনগর, ডুমুরিয়া,খুলনা।