ছবি
-------------------
------শিব পদ রায়
ছবি তুমি আমার শৈশব স্মৃতি
          হৃদয় বিদারক এক বেদনা,
আবার দিয়েছ খানিক হাসি
          কখনো এঁকেছো মনে আলপনা।

তোমাকেই এ বুকে ধারন করে
           রেখেছি নিভৃত কোনে এক যাতনা,
যা পাথর হয়ে ক্রমে ক্ষয়ে ক্ষয়ে
            করেছে মোরে কেবলই বঞ্চনা।

ছবি তোমাকেই এঁকে এঁকে বুকে
            ভেবে ভেবে করেছি কত ভাবনা,
সুরের আকাশেই চির ভাস্বর
             রেখেছো শুধু নিরন্তর সান্ত্বনা।

আদরেতে তব দেয়ালে টানিয়ে
              এ মনের বিন্দু খোরাক মিটেনি,
বেঁচে থাকলে তব কাছে পেতাম
               জুড়াতো এ প্রাণ পূরিত আপনি।

প্রতিচ্ছবি তুমিতো পরশমনি
               হয়েছো মন মন্দিরে স্বর্ণখনি,
মিটাও পিয়াস সর্ব ক্ষণে ক্ষণে
               হাড্ডিসার পাশেই হে চিরন্তনী।
                
              শিরোমণি, খুলনা।