চেষ্টা
----------------------------
-------শিব পদ রায়
পরার্থে জীবন বিলিয়ে দিয়ে
যে কর্মকাণ্ড করে,
নিজের কাজগুলো ফেলে রেখে
অন্যের উপকারে।
হাতে কাম মুখে মধুর নাম
ঈশ্বরের সাধনা,
ঘটা করেই কার্যসিদ্ধি হবে
জীবনের মন্ত্রনা।
হিংস্র বাঘের সাথে মিত্রভাব
কলে কৌশলে চলে,
বুদ্ধিমত্তায় হয় সমাধান
বিবেকশক্তি বলে।
যদি সকল ক্ষেত্রে শৌচকার্য
বিজ্ঞান মতে হলে,
সবার স্বাস্থ্য সুরক্ষা থাকবে
জীবন ধেয়ে চলে।
প্রানায়াম ব্যায়ামে দেহ সুস্থ
করলে ধর্মপথে,
নিরোগ হবে দীর্ঘ আয়ূ পাবে
প্রমান সাথে সাথে।
কষ্ট করলেই কেষ্ট মিলবে
বরাবর সংগ্রামে,
অভ্যাস ব্যাভার যথার্থ হলে
পড়বে নিত্য প্রেমে।
বসতে বসতে হয়গো ধ্যান
ভাবনামার্গে জ্ঞান,
সাধন জগতে পৌঁছে গেলেই
পায় তাঁরি সন্ধান।
স্বরলিপি চর্চা করেই তবে
গান বাজনা শেখে,
গানের রাজা খেয়ালে যেতেই
অসীম চেষ্টা থাকে।
তাং-১৯/০১/২৫ ইং