ছেলেবেলা
------------------------------
-------শিব পদ রায়
ছেলেবেলা কাটাইনু আনন্দে
ভুলে যাওয়া স্মৃতি,
আঁখির পাতায় সে দিনগুলো
চির গাওয়া গীতি।

গাঁও গ্রামের সেই মেঠোপথ
সবুজ মাঠঘাট,
কত যে শান্তি বিরাজ করতো
সৌভাগ্যের ললাট।

মিলেমিশে একাকার হতাম
একই সূত্রে গাঁথা,
বন্ধুদের সাথে ভালো কাটতো
গল্প আড্ডার কথা।

সাথীদের সংগে খেলেছি খেলা
আজও পড়ে মনে,
ফিরে পেতাম যদি সেই ক্ষণ
কাটিতো আলিঙ্গনে।

  তাং- ০৫/১২/২৪ ইং