চশমা প্রাপ্তি
--------------------------------
--------শিব পদ রায়
হারানো চশমাটা ফিরে এসেছে ঘরে,
প্রাপ্তি কত আনন্দের অনুভূতি করে।
হক জিনিস যাওয়া বড়ই কঠিন,
হাতেনাতে পেয়ে বুঝলাম সে প্রমাণ।

সেটি খুঁজতে কত গিয়েছি সেই স্থানে,
তথায় ফুল গাছ বেল গাছ যেখানে।
গোবিন্দ চরণামৃতে পুষ্প নিবেদনে,
যেতাম মাতৃ পাদপদ্মে পুষ্প চয়নে।

যাত্রাপথে একটি গাছে ফুল তুলতে,
পকেট থেকে চশমা ডালে বিঁধে তাতে।
এক মহিলা ফুল সন্ধানে চোখে পড়ে,
প্রাপ্তি পরে তিনি আমাকে স্মরণ করে।

পথিমধ্যে সাক্ষাত হয়  ইত্যবসরে,
মোরে লয় তার বাড়ির পথটি ধরে।
দিয়ে দেন আমার আদরের জিনিস,
স্বানন্দে গ্রহণ করে দেই শুভাশিস।
        তাং- ০৪/০২/২৪ ইং
   চুকনগর, ডুমুরিয়া, খুলনা।