চন্দ্র বিজয়
---------------------------
---------শিব পদ রায়
চন্দ্র হলো উপগ্রহ এই পৃথিবীর,
যাকে বিজয় করতে কৌতুহলে ভীড়।
পূর্ণিমায় আলো দেয় সূর্যের আলোতে,
ক্রমে নি:শেষ হয় অমাবস্যা তিথিতে।
চাঁদের পৃষ্টে যেতে চেষ্টার অন্ত নেই,
চন্দ্র বিজয় করেছে চার দেশ তাই।
চাঁদের দেশে প্রথম পা রাখে রাশিয়া,
নীল আর্মস্ট্রং অল্ড্রিন কলিন্স পৌঁছিয়া।
পরে যাত্রা করে যুক্তরাষ্ট্রের রকেট,
চন্দ্রাভিযানে সংগৃহীত নমুনা সেট।
তৃতীয় দেশ চীন পাঠান চন্দ্রতরী,
সফলতা পান নমুনা সংগ্রহ কারী।
চতুর্থ ভারতের সফল উৎক্ষেপণ,
চন্দ্রযান-তিন দক্ষিণ মেরুতে চারণ।
বিশ্বের প্রথম দেশ ভারতের জয়,
বিভিন্ন তথ্য সংগ্রহে আমুল বিজয়।
তাং- ২৬/০৩/২৪ ইং
শিরোমণি, খুলনা।