ছন্দ
----------------
------শিব পদ রায়
ছন্দে ছন্দে নিত্য আনন্দে
লিখে যাই কবিতা,
পদ্যে পদ্যে গীতি আবদ্ধে
প্রকাশিত সহমর্মিতা।
গন্ধে গন্ধে চিত্ত বিশুদ্ধে
গেয়ে যাই গান,
বাদ্যে স্নিগ্ধে গুরু সান্নিধ্যে
করি কেবলি তান।
ইমন রাগে গীত যজ্ঞে
সুর লহরী বাজে,
খোল করতালে মৃদঙ্গে
মন ময়ূরী সাজে।
নৃত্যে নৃত্যে জাগ্রত চিত্তে
ভৈরবী জাগে সুরে,
ঢাক ঢাকি মনের বৃত্তে
হৃদয় তন্ত্রে ধরে।
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।