চ্যাম্পিয়নস ট্রফি বিজয়ী ভারত
-----------------------------------------
----------শিব পদ রায়
ঐতিহাসিক  মূহুর্ত ছিল ফাইনাল,
ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিদল।
খেলা হলো তুমুল যুদ্ধ একে অপরে,
শিরোপা নিতে মরিয়া তুখোড় বিচারে।

ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনে ভারত এগিয়ে,
ফাইনালে খেলছে একে একে হারিয়ে।
ক্রিকেট মহারণ চলে বীরের মত,
সবাই চেষ্টা করছে যবে সাধ্যমত।

অসাধারণ রোহিত গীল ব্যাটিং জুটি,
রানের বন্যা দিচ্ছে বইয়ে শক্ত ঘাটি।
কোহলি এক রানে আউট হলে পরে,
শ্রেয়াস প্যাটেল বড় রানের হাল ধরে।

জুটির আউটে রাহুল হার্দিক হালে,
হার্দিক বিদায়ে রবীন্দ্র রাহুল দলে।
ছয় বল থাকতে জয় আনে ছিনিয়ে,
শিরোপা নিলো ভারত চ্যাম্পিয়ন হয়ে।

চ্যাম্পিয়নস ট্রফি হাতে ধন্য রোহিত,
ধন্য ক্রিকেট  বিশ্বে চ্যাম্পিয়ন ভারত।
তব জয়যাত্রা থাকুক চির অব্যাহত,
দেশের সম্মান বৃদ্ধি সবে উল্লাসিত।

     তাং-০৯/০৩/২৫ ইং