চলো স্কুলে
----------------------------------
-------শিব পদ রায়
চলো সবাই একত্রে মিলে স্কুলে যাবো,
মন দিয়ে আমরা লেখাপড়া করবো।
ভাইবোনদের সাথে সদা করি খেলা,
পাঠের সময় পাঠ করিও না হেলা।

ভাল হয়ে চলি মোরা মন্দ নাহি বলে,
সবার সাথে সম্প্রীতি একই ছায়াতলে।
মায়েরই সন্তান বাংলার গান গাই,
সৃষ্টি সেরা মানুষ তার উপরে নাই।

সহপাঠীদের সংগে সদালাপী হবো,
বিদ্যালয়ের রীতি নীতি মেনে চলবো।
শিক্ষকের নির্দেশিত পথেই হাটবো,
তাদের আদর্শ অনুকরণ করবো।

কখনো কারোর মনে কষ্ট নাহি দেবো,
কাউকে ফাঁকি না দেই অঙ্গীকারে রবো।
সুশিক্ষায় শিক্ষিত হও ধরো সুপথ,
মানুষ হয়ে গড়ে উঠো দীপ্ত শপথ।

      তাং- ০৬/০৯/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া,খুলনা।