চালাকি
-------------------------------------
---------শিব পদ রায়
যে করে চালাকি পিছে দেখবে জ্বালা কি?
একে অন্যে গোলমাল বাঁধায় টুকিটাকি।
সংসারে বিস্ফোরক মন্তব্যের আধিক্য,
স্বীয় মধ্যে কাঁদা ছড়াছড়ি মতনৈক্য।

মিলেমিশে থাকাটা খুবই দরকার,
খাল কেটে কুমির আসে সচরাচর।
নিজ কার্য্য হাসিলে যে কোন তৎপর,
ঘটনার ঘনঘটা ঘটায় আবার।

একের কথা অন্যেকে করে স্থানান্তর,
কাউকে করে ভালো কাউকে তিরষ্কার।
দ্বিচারিতা লক্ষণ পেটে থাকে না কথা,
সারা দ্বারে সুযোগবাদী দেয় বারতা।

সুখের সংসার ক্ষতি করে ভালো নয়,
মানুষ নামের কলঙ্কিত পরিচয়।
অতি চালাকির হাতে দড়ি শ্রুতি আছে,
কর্মফল ছাড়ে না কভূ যন্ত্রনা পিছে।

       তাং-০৪/০৩/২৫ইং