চাকরি
-----------------------------
--------শিব পদ রায়
চাকরি একটি সম্মানজনক পদ,
নিয়ম মত চললে পরে নিরাপদ।
সাবলীল ধারায় প্রবাহিত জীবন,
নাম যশ খ্যাতি কর্মের পরে অর্জন।
শিক্ষকতা মহান পেশা অতীব স্বচ্ছ,
এই পেশায় নেই ফাঁকি নয়তো তুচ্ছ।
শিক্ষক গড়বে শিশু শিখবে সততা,
মানুষ হবে ভবিষ্যতে স্বনির্ভরতা।
প্রশিক্ষণ শিক্ষকের দিক নির্দেশনা,
সর্ট নোট উপকরণে পাঠ স্থাপনা।
সর্বদা বেশি দরকার আন্তরিকতা,
তবেই শিশু শিখতে পারবে শিষ্টতা।
শিক্ষক আদর্শ অবস্থান ছাত্র মাঝে,
মানব গুণাবলি প্রচার সর্বকাজে।
চাকরিতে সুনাম আছে শ্রম সাধনে,
সবার আশীষ বর্ষে জ্ঞান বিতরণে।
তাং- ০৯/০৫/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।