ব্যস্ত
-----------------------------
--------শিব পদ রায়
দুনিয়াটায় সব মানুষ মহাব্যস্ত,
গুরুত্বপূর্ণ কথাতেও নেই আশ্বস্ত।
তড়িঘড়ি সিদ্ধান্তেই নাই সমাধান।
শান্তি সব বিসর্জন আছে ব্যবধান।

দ্রুত কাজে ব্যস্ততা বেশি জানতে হবে,
হিতে বিপরীত ভালো ফল নাহি পাবে।
ধীর স্থির স্বয়ং যিনি ভুল ভ্রান্তি কম,
নীতি শুদ্ধ চলাফেরা স্বস্তিতেই ঘুম।

ভ্যান বাস গাড়ি চালক সবাই ব্যস্ত,
দুর্ঘটনা ঘটে গিয়ে  হয় সর্বশান্ত।
কত মানুষ অকালে দ্রুত যায় মরে,
সব কামনা এক মূহুর্তে যায় ঝরে।

সময়মত চাকরি করতেই গিয়ে,
তড়িঘড়ি পৌঁছিয়ে যেতে হয় সময়ে।
ব্যস্ততার পড়ে তবে রোগী হয়ে যায়,
সর্বত্র এ কাহিনী অহরহ দেখায়।
  তাং- ২৮/০২/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।