বুঝে শুনে পড়া
-------------------------------
-------শিব পদ রায়
উচ্চাকাঙ্খা পূরণে বুঝে শুনেই পড়া,
বুদ্ধি বিবেক কাজে লাগিয়ে শুদ্ধ ধারা।
বিবেচনা প্রসূত ধারণা কাজে লাগে,
বুদ্ধিমত্তা খাটিয়ে আগাবে সর্ব আগে।
আউট নলেজ থাকতে নজরদারী,
সূক্ষ্ম ও সুচিন্তন অধ্যয়নে উপকারী।
পরিকল্পনায় করলে অনুশীলন,
বিফল হয় না কর্ম জ্ঞান অন্বেষণ।
শিখরে পৌঁছাতে হলে আগে করো কাজ,
নিজ দায়িত্বে অটুট থাকো নয় লাজ।
অভিলক্ষ্য সামনে রেখে আগাতে হবে,
বিজয় আনো অধ্যবসায়ী হয়ে তবে।
তাং-২১/০১/২৫ ইং