বৃষ্টির শব্দ
-----------------------------
-------শিব পদ রায়
বৃষ্টির রিমঝিম শব্দ শুনে
মনটি মেতে ওঠে,
ঘরে থাকতে ইচ্ছে নাই মোর
দৃষ্টি নন্দন বটে।
গরম কেটে আরম্ভ হয় যে
এক পশলা বৃষ্টি,
সন্ধিক্ষণে দেখা যদি না পাই
কেবল অনাসৃষ্টি।
ধান রোপণে জল প্রয়োজন
কালো মেঘে বর্ষণে,
কৃষকের মনে আনন্দ জাগে
সীমাহীন দর্শনে।
জারি সারি ভাটিয়ালীর সুরে
কত না গান গায়,
মনের ফুর্তি ফুরিয়ে যায় না
মেঘের গর্জনায়।
তাং- ১৪/০৯/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।