বৃষ্টি
----------------------------
--------শিব পদ রায়
ঝরঝর বৃষ্টি মনে দোলা সৃষ্টি
কত ভালো লাগে,
প্রখর গরম কিছুটা নরম
বর্ষা অনুরাগে।
বর্ষায় ভিজলে একত্রে সকলে
অসীম আনন্দ,
দলে দলে খেলি ওহে বনমালী
তাতে পাই ছন্দ।
ওগো বরিষন জাগে শিহরণ
দীপ্ত অনুভূতি,
খালবিল জলে ব্যাঙ ডাকে দলে
ঘ্যাঙর সাংঘাতি।
কান জ্বালাপালা বসে রাশমেলা
চলে লাফালাফি,
কি আবেগ সৃষ্টি প্রকৃতির দৃষ্টি
দেখি ঝাপাঝাপি।
তাং- ০৮/০৫/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।