বিশ্বাস যোগ্যতা
--------------------------------------
---------শিব পদ রায়
যুগটা বড়ই বিপর্যয় বেসামাল,
ধর্ষকের দৌরাত্ম বেড়েছে আজকাল।
মানুষের লোলুপ দৃষ্টি বিরাজমান,
বিশ্বাস যোগ্যতা হারিয়েছে বর্তমান।
ফাঁক পেলে অযাচিত আক্রমণ নারী,
পৈশাচিকতা বর্বরতার আহাজারি।
দিন দিন চৌদিকে হচ্ছে প্রবলতর,
ওরা মা বোন নেবো রক্ষার দ্বায়ভার।
জনসচেতনতা বাড়ানো দরকার,
অনাকাঙ্খিত ঘটনা রুখে দেবার।
সামাজিক দায়বদ্ধতা থাকা জরুরী,
ঐক্যবদ্ধ ভাবে মোকাবিলা দরকারী।
আত্মীয় বা পরিচিত যাকে তুমি মানো,
কোথাও রমণী নিরাপদ নয় জেনো।
নিজ জিহবা ফাক পেলে কামড়ে ধরে,
বিশ্বাস করে ভুল করেছি মনে পড়ে।
তাং-২১/০৩/২৫ ইং