বিশ্বাস
---------------
----শিব পদ রায়
তোমার বিশ্বাস খুব বেশী যার প্রতি,
কালক্রমে একদা করবে ঢের ক্ষতি।
বেশী মেলামেশা একদম ভালো নয়,
অনায়াসে বুঝবে আসল পরিচয়।
তব সর্বনাশ দূরের কেহ করে না,                   আশেপাশে চক্র ঘটায় সব ঘটনা।
কিছুতো ঘটলে পূর্বাভাসে বোঝায়,
কম থাকতে যাবে কৌশল ব্যবস্থায়।
ছিদ্র সূত্রপাতে প্রথমে দেবে সামাল,
নইলে হিসাব নিকাশই গোলমাল।
প্রতিবেশীর সাথে হবে ভালো আচার,
বিপদে ঝাপিয়ে পড়বে পাবে আবার।
অতিরিক্ত মাখামাখি করো না বিশ্বাস,
পেতে হবে ব্যর্থ প্রয়াস হাই হুতাশ ।
বেশী ভালোবাসা হলে বুঝতে দিওনা,
সজাগে মেপে চললে তৈরি সম্ভাবনা।
                  
               চুকনগর,ডুমুরিয়া, খুলনা।