বিশ্বকাপ জয়ী ভারত
------------------------------------
--------শিব পদ রায়
টি টুয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত,
অভিনন্দন টিম ইন্ডিয়া অবিরত।
অনেক দৌড়ঝাপ ত্যাগ অনুশীলন,
ঊনত্রিশে জুন শিরোপা হলো অর্জন।
নয় রানে রোহিত ফিরেছে সাজঘরে,
পন্ট জিরো সূর্য তিন এ্যাক্সার সজোরে।
শিবাম সাতাশ প্যাটেল সাতচল্লিশে,
কোহলির ছিয়াত্তরে দল ফর্মে আসে।
হার্দিক পাঁচ জাদেজা দুয়ে খেলা শেষ,
একশত ছিয়াত্তরে হিসাব নিকাশ।
দক্ষিন আফ্রিকা জিতবে দাপটে খেল্লো,
শেষ খন্ডে নাটকীয় মোড়ে ঘুরে গেলো।
সূর্যের অনবদ্য ক্যাচ খেলায় ফেরে,
উনিশ ওভারে বুমরা হুইকেট স্বীকারে।
হার্দিক পান্ডিয়া স্বাশ্রয়ী শেষ ওভার,
ভারতকে নিয়ে যায় জয় বরাবর।
গত বিশ্বকাপে নরেন্দ্র মোদীর শান্ত্বনা,
আগামীতে জিতবে বিশ্বকাপ প্রেরণা।
অবসরের ঘোষণা রোহিত কোহলি,
সংগে জাদেজা জানাই বিদায় শ্রদ্ধাঞ্জলি।
জিতল ভারত এই উপমহাদেশ,
বিশ্বজুড়ে সুখ্যাতি সুনাম অবশেষ।
পথ প্রদর্শক ধন্য কপিল ধন্য ধোনি,
ধন্য রোহিত কোহলি বিশ্বকাপ আনি।
তাং- ০১/০৭/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।