বিশ্বকাপে হার
------------------------
------শিব পদ রায়
ফাইনালে ভারতের হয়েছে যে হার,
চিরন্তন ক্রিকেট পেশা ভাবনা সবার।
তুমি স্বতন্ত্র বৈশিষ্ট্যের একটি গ্রুপ,
যাদের খেলা থেকে শিক্ষা নিবে তদ্রুপ।
তব টানা দশ ম্যাচের জয়ে আনন্দ,
এমন ইতিহাস বিরল যাতে ছিল ছন্দ।
ইচ্ছাকৃত হারে না পরিস্থিতি স্বীকার,
সমলোচনা নয় পজিটিভ ভাবার।
যা বলুক কান দিওনা খেলো করো,
সামনের সম্ভাবনা একাগ্রে ধরো।
মনোবল নিয়ে খেলা করো লক্ষে যাবে,
তোমাদের উপর আস্থা সকলে ভাবে।
হরেক রকম ক্রিকেট যাদু ভারতে,
রানের পাহাড় গড়ছে নিত্য ব্যাটেতে।
          চুকনগর, ডুমুরিয়া, খুলনা।