বিশ্বকাপ
-------------  
-----শিব পদ রায়
বিশ্বকাপে ভারতের অবস্থান স্পষ্ট,
এখনো অপরাজিত শীর্ষে অবস্থিত।
ধৈর্য্যের সহিত এগিয়ে টিম ইন্ডিয়া,
যাদের ব্যাটিং বোলিং এ গুণ কীর্তুনীয়া।
সবই ভালো হবে যার শেষটা ভালো,
বিশ্ব তাকিয়ে দেখবে বিজয়ের আলো।
রোহিত পক্ষ মরিয়া বিশ্বকাপ নিতে,
সকল দলকেই ফেলছে কূপোকাতে।
ভারতের ব্যাটিং নৈপূন্য সবার জানা,
রোহিত কোহলি সবার রান পাওনা।
বলের ঘূর্ণন বোলিং এ বিধ্বস্থ বিশ্ব,
বিপক্ষ সকলেই খেলায় হচ্ছে নি:শ্ব।
কোহলি বার্থডে ঊনপঞ্চাশ সেঞ্চুরি,
লিটল শচীনকে ছুঁয়ে সমকাতারি।
শিরোপা বিজয়ে রয়েছে পরিকল্পনা,
অবিরাম চেষ্টা  সবার ছাড় হবে না।
সবার আশীষ ভারত কাপই পাবে,
তবে সব জল্পনার অবসান হবে।
       চুকনগর, ডুমুরিয়া, খুলনা।