বিশ্বকবি
------------------------------
-------শিব পদ রায়
রবীন্দ্রনাথ ঠাকুর      প্রতিভা বিষ্ময়কর
                তব স্মরণ করি,
পঁচিশে বৈশাখ জন্ম      মনে রাখবে প্রজন্ম
                 সারাজীবন ভরি।

আজি তব জন্মদিনে        বরিব একান্ত মনে
                       পুষ্পমাল্য পরাব,
আদর্শ অনুসরণে              গীতিকাব্য সুচয়ণে
                        হৃদিয়ে ধরে রাখব।

হে বিশ্ববরেণ্য কবি             কেবলই আঁকি ছবি
                       বুকে জড়িয়ে ধরি,
অনন্তকাল বাঁচবে               কর্মকাণ্ডের তাণ্ডবে
                        তব গুনগান করি।

ফার্স্ট সাহিত্যে নোবেল    অধ্যায় গৌরবোজ্জ্বল
                    ঐ গীতাঞ্জলি  কাব্যে,
তব রচনা ভাণ্ডার            অফুরন্ত জানবার
                   পড়ে শেষ না হবে।

            তাং- ০৭/০৫/২৪ ইং
        চুকনগর, ডুমুরিয়া, খুলনা।