বিশ্ব বই দিবস
-------------------------------
--------শিব পদ রায়
বিশ্ব বই দিবসে লেখকের শুভেচ্ছা,
যারা জ্ঞান অন্বেষণ মনে জাগে ইচ্ছা।
তাদের অনুসরন করে এগিয়ে যাই,
জীবন চলার পথে শান্তিতে ঘুমাই।

যাদের আদেশ উপদেশ স্মরণীয়,
প্রাত্যহিক কর্মকাণ্ডে পরম পাথেয়।
মোরা নৈমিত্তিক চেতনায় চেয়ে রই,
চিন্তা ভাবনায় অন্তরে তাদের পাই।

সত্যিকারের পাঠক আহরণ করে,
জ্ঞান অনুভূতি চেতনা হীরের দরে।
ধৈর্য্য যার আছে সে ঠিকই বেছে নেয়,
ততটুকু সংগ্রহ করে যতটা পায়।

প্রত্যেকের উচিত জ্ঞান যোগাড় করা,
বাস্তব জীবনে কাজে আসে নিত্যধারা।
প্রকৃত সঞ্চয় কখনো বিফলে যায় না,
ধরে রেখ আজীবন আসে সম্মাননা।
      
       তাং- ২৪/০৪/২৪ ইং
    চুকনগর, ডুমুরিয়া, খুলনা।