বীর বাঙালী
----------------------------
---------শিব পদ রায়
দেশের তরে দিল জীবন,
এ বীর বাঙালী প্রাণপণ।
তাদের জন্য ভাববো মোরা,
মরে অমর রইল তারা।
স্বাধীনতাই আনতে গিয়ে,
দেশে যুদ্ধ করে হন্যে হয়ে।
পিছু ফেরার সময় নাই,
মুক্ত করতে এদেশটাই।
পাকিস্তানির বর্বরতায়,
সম্ভ্রম হারালো নারী হায়।
ত্রিশ লক্ষ শহীদের রক্তে,
উত্তরাধিকার সার্বভৌমত্বে।
দিন ছিল বিভীষিকাময়,
একাত্তরের গনকান্নায়।
ভারতীয় বাহিনীর সাথে,
মুক্তি পেল দেশ ঐক্যমতে।
তাং- ১৯/০১/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।