বিপত্তারিনী মা
--------------------------------
--------শিব পদ রায়
বিপত্তারিনী মা তুমি রক্ষা করো মোরে,
বিপদ আপদ সম্মুখপানে দাও দূর করে।
অপরাধ করে থাকি ক্ষমা করে দিও,
ভুল ত্রুটি সংশোধনে কাছে টেনে নিও।

ওমা তুমি সর্বজান্তা অগতির গতি,
অসহায়ের দিও কৃপা সহ্যের শক্তি।
রাতদিন ডাকি তব ওহে মা ভবানী,
অকল্যান দূর করো দুর্গতিনাশিনী।

যে তব স্মরণ করে সাড়া দিও ডাকে,
খালি হাতে ফিরায়ো না কোলে নিও তাকে।
তব স্তব স্তুতি করি যেন রাঙা পায়,
ঠাঁই দিও রাতুল চরণে আত্ম মহিমায়।

ভুবনমোহিনী মাগো ভক্তের মা তারা,
অসীম লীলাময়ী অনন্ত গুণে ভরা।
অত্যাচারীর দমন করো অসি হাতে,
শান্তির বাণী ছড়িয়ে পড়ুক ধরাতে।

       তাং- ২৯/১১/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খলনা।