বিপদে পড়লে ভগবান
-----------------------------------
-------শিব পদ রায়
বিপদে পড়লে ভগবানকে স্মরণ
রক্ষাকর্তা যে তিনি,
তার উপর অদম্য বিশ্বাস
ভাবছেনই যিনি।

নিশিদিন তাকে ভরসা রাখো
সমস্যা কেটে যাবে,
অপরাধ থেকে দূরে থাকবে
সমাধা হয়ে যাবে।

ভক্তের পরীক্ষা চলে সর্বদা
সবই দেখছেন,
ফাঁকি দেওয়ার সুযোগ নেই
হিসাবে সারাক্ষণ।

উপায় থাকে না যখন দেখি
শুধু ঠাকুর ডাকে,
সময় মত নিলে হরিনাম
সবাই সুখে থাকে।

   তাং-০৭/১২/২৪ ইং