বিনোদন
---------------------------------
-------শিব পদ রায়
পার্থিব্য জগতে সবাই এসেছি বটে,
বিনোদনেই থাকলে আয়ু বৃদ্ধি ঘটে।
আনন্দ হাসি গান থাকে যদি এ মনে,
দু:খ ভুলে মানুষ কাটায় সুখাসনে।
বাজনা চিত্তাকর্ষক হয় মোদের অন্তরে,
উচ্চাসনে অধিষ্ঠিত করে সমাদরে।
শিশুদের কুপথ থেকে আনে সুপথে,
দেহ মনে পরিবর্তন হয় নিত্য নৃত্যে।
প্রগতিশীল সমাজ গড়া অবদান,
প্রকৃত মানুষ হবে রাখবে সম্মান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বদলে জীবন,
শেখায় সৌহার্দ্য সম্প্রীতি অনুশীলন।
মনুষ্যত্ব অর্জন কালচারাল কার্যে,
বাঁচা বাড়া মূল্যায়ন আসে সাহচর্যে।
মন খুলে করো সবে চিত্তবিনোদন,
খুঁজে পাবে এ জীবনে অমূল্য রতন।
তাং- ২৪/১১/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।