বিজয় বিচ্ছেদ
----------------------------------------
--------শিব পদ রায়
কবি বিজয় সরকার বিচ্ছেদী গান,
আধ্যাত্মিক চেতনায় কাঁদে মনপ্রাণ।
মোরে করে আকৃষ্ট অমৃত ভাবনায়,
হারিয়ে যাই সুদূর পানে মমতায়।
ভক্তদের দিয়েছেন দিক নির্দেশনা,
সৌহার্দ্য সম্প্রীতির অমিত সম্ভাবনা।
ছিল অকৃত্রিম ধ্যান জ্ঞান অন্বেষণ,
দিয়েছ অনুপ্রেরণা সাধন ভজন।
দরদমাখা সুরমূর্ছনায় আপ্লূত,
কেঁদে কেঁদে নয়ন জলে বুক ভাসিত।
ভাবুক কবি সর্বজন শ্রদ্ধেয় সেরা,
ভক্ত হৃদয় মোহিত হয় নিত্য ধারা।
পাগল বিজয়গীতির অমৃত বাণী,
আজীবন অনুভবে সুধা সঞ্জীবনী।
ফিরে পাবো নাতো এমন কবি জীবনে,
হেন অমূল্য ধন স্মরিবে সর্বজনে।
তাং-২৩/০৩/২৫ ইং