বিজয়
------------------
------শিব পদ রায়
প্রতিযোগিতায় জয়লাভই বিজয়,
সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে কাজ করতে হয়।
কম্পিটিশন না করেই বিজয়ী বৃথা,
এতে নেই প্রকৃতই কোন স্বার্থকতা।

নিজের উপর আস্থা রাখতেই হবে,
হাড্ডাহাড্ডি লড়াইয়ে মনোবল রবে।
অদম্য সাহসিকতায় সামনে যাবে,
সময়েই অভিলক্ষে আপনি পৌঁছাবে।

ধৈর্য্য ধারণ কেবল অপেক্ষার পালা,
তীক্ষ্ণ ব্যক্তিত্ব চিনতে যায় নাতো ভোলা।
কর্ম মানুষকে নিয়ে যায় দোরগোড়ায়,
এভাবে প্রকাশিত তার আসল পরিচয়।
            তাং- ২২/১২/২৩ ইং
           চুকনগর, ডুমুরিয়া, খুলনা।