বিজয়ের উল্লাস
-----------------------
------শিব পদ রায়
বিজয়ের উল্লাসে আজ সমগ্র জাতি,
পরাধীনতার পাশ থেকে পেল মুক্তি।
ত্রিশ লক্ষ শহীদের রক্ত বিসর্জনে,
দুই লক্ষ মা-বোনদের ইজ্জত হানে।

নির্বিচারে পাক বাহিনী করে গুলি,
নির্যাতন ও হত্যার স্বীকার বাঙ্গালী।
তাজা রক্তে রঞ্জিত সমগ্র রাজপথ,
সব অলিগলি ছারখার কুপোকাত।

জাতির জনক বঙ্গবন্ধু আহবানে,
জেগে ওঠে জাতি ঝাঁপিয়েছে সন্তর্পণে।
বিজয়ের অদম্য নেশায় মাতোয়ারা,
ভারতসনে একাত্মতা মিলেছে সাড়া।

তুমুল যুদ্ধে জড়িয়েছে সমগ্র জাতি,
স্বাধীন হবে বাংলাদেশ আছে সে শক্তি।  
রক্তক্ষয়ী যুদ্ধের দীর্ঘ নয়মাস,
জাতি পেল আস্বাদ বিজয়ের উল্লাস।
             তাং- ১৬/১২/২৩ ইং
        চুকনগর,ডুমুরিয়া, খুলনা।