বিজয়ের পাল
------------------
-----শিব পদ রায়
বিজয় দিবসের উল্লাসে
          জাতি আজ সত্যিই গর্বিত,
নয় মাসে রক্তক্ষয়ী যুদ্ধে
           হৃদয় আবেগে উল্লসিত ।

স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের
            আমরা আজ মুক্ত জাতি,
ডানাটি মেলে উড়ে বেড়াই
          দৃষ্টি নীল  আকাশের প্রতি।

ধ্যান জ্ঞান মত প্রকাশের
           ক্ষমতা আছে তোমার হাতে,
সগৌরবে উচচ করি শির
           থাকবো মিলে সবার সাথে।

আমরা আর বসে রব না
           চলবো বিশ্বের সাথে তালে,
বাংলাদেশ হবে বিশ্বমানে
           চলি বিজয়ের পাল তুলে।
          তাং- ১৪/১২/২৩ ইং
        চুকনগর,ডুমুরিয়া, খুলনা।