বিজয়ের মাস
---------------------
-----শিব পদ রায়
ষোল ডিসেম্বর  বিজয়ের মাস
                   নয় মাস  রক্তক্ষয়ী যুদ্ধ দিয়ে,
অর্জিত বিজয় বহে সুবাতাস
                    ত্রিশ লক্ষ শহিদের বিনিময়ে।

দুই লক্ষ মা বোনের ইজ্জতের
                     বিনিময়ে অর্জন হলো এদেশ,
শত্রুমুক্ত স্বাধীন সার্বভৌমের
                     সোনালি সূর্যের এই বাংলাদেশ।

এ দেশ তোমার এদেশ আমার
                     সবই হয়েছে শেখ মুজিবের,
যার নেতৃত্বে শোষিত নিপীড়িতের                      
                     অবসানে দেশ লাল সবুজের।

বিজয়ের উল্লাসে সমগ্র দেশ
                       যোগ্য মর্যাদায় পালন করিব,
বঙ্গবন্ধু আদর্শে গড়বো দেশ
                        দেশমাতৃকার সম্মান রাখবো ।

                বারুইকাটি, ডুমুরিয়া, খুলনা।