বিজয়ের আনন্দ
-----------------------------
-------শিব পদ রায়
ষোল ডিসেম্বর হলো বিজয় দিবস,
ঐতিহাসিক আনন্দের বার্তা এ মাস।
নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামে অর্জিত,
দেশমাতৃকার স্বাধিকার প্রতিষ্ঠিত।

ত্রিশ লক্ষ শহীদের রক্তের বদলে,
বীর সন্তান পূর্ণ স্বাধীনতা আনলে।
দুই লক্ষ মা বোনের ইজ্জতের হানি,
পরাজয় বরণ করে পাক বাহিনী।

বিশ্বের বুকে বাঙালি তাই বীরজাতি,
বীরদর্পে যুদ্ধ করে মুক্ত দেশস্মৃতি।
প্রতি বছর গর্বে এ দিবস পালিত,
শহীদের মর্যাদা দিয়ে মোরা গর্বিত।

জাতীয় পতাকায় সম্মান প্রদর্শন,
বিশ্বসমাজে এদেশ চির মহিয়ান।
আবাল বৃদ্ধ বণিতা সকলেই মিলে,
শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি পুষ্পমাল্যে।

   তাং- ১৬/১২/২৪ ইং