বিজ্ঞাপন
--------------------------------
---------শিব পদ রায়
বর্তমানে বিজ্ঞাপনের যুগ
আসক্ত এ মানুষ,
ভালো জিনিসের নাই বিচার
থাকতে জ্ঞান হুশ।

ফ্রেশ মালের লাগে না নোটিশ
সত্যিকারের অর্থে,
গুণ থাকলে সহজে আকৃষ্ট
সবই জনস্বার্থে।

দেখি শুধু বড় সাইনবোর্ড
দ্রব্যে নিকৃষ্টমান,
ব্যবহারে নাই পরিপূর্ণতা
আসলে লোকসান।

আসল জিনিসের পিছে ছোটে
বিজ্ঞাপন লাগে না,
সেই বস্তু মানুষ খুঁজে নেয়
ঠিক ব্যবস্থাপনা।

  তাং-২৫/১২/২৪ ইং